Skip to main content

Posts

মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্য নায়েক আক্তার হোসেনের মৃত্যু

 বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একজন দক্ষ ও সাহসী সদস্য নায়েক মোঃ আক্তার হোসেন আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রামু ব্যাটালিয়নের (৬২১১৬) সদস্য নায়েক মোঃ আক্তার হোসেন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীনস্থ রেজুআমতলী বিওপিতে অস্থায়ী সংযুক্ত দায়িত্বে কর্মরত ছিলেন। গত ১২ অক্টোবর ২০২৫ তারিখে আনুমানিক সকাল ১০:৫০ ঘটিকায় রেজুআমতলী বিওপির প্রস্তাবিত টিওবি পেয়ারাবুনিয়া এলাকায় টহলরত অবস্থায় মাইন বিস্ফোরণে গুরুতর আহত হন। বিস্ফোরণে তার দুই পায়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হলে তাৎক্ষণিকভাবে তাকে সিএমএইচ, রামু সেনানিবাসে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৩ অক্টোবর ২০২৫ তারিখে তাকে সিএমএইচ, ঢাকা-তে স্থানান্তর করা হয়। দীর্ঘ ১৯ দিন চিকিৎসাধীন থাকার পর আজ ৩১ অক্টোবর ২০২৫, সকাল ১১:১০ ঘটিকায় নায়েক মোঃ আক্তার হোসেন হার্ট অ্যাটাক করেন। কর্তব্যরত চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল সাদাত বিন সিরাজের (ইন্টেনসিভিস্ট বিশেষজ্ঞ) তত্ত্বাবধানে টানা ৪৫ মিনিট CPR প্রদানের পরও তার হৃদস্পন্দন ফেরেনি। পরবর্তীতে ১২:১৫ ঘটিকায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাতির সীমান...

গণমাধ্যমের প্রতিবেদন ও বিজিবির প্রতিক্রিয়া

 সাম্প্রতিক সময়ে কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও ভিডিওতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে সাদা পাথর লুটের ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল, স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতা এবং স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জড়িত থাকার পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের দায়িত্বে অবহেলার অভিযোগ উঠে এসেছে। বিজিবি সবসময়ই দেশের সার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষার পাশাপাশি সীমান্ত সুরক্ষা এবং সীমান্তের ভূমি ও জাতীয় সম্পদ রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে। এরই ধারাবাহিকতায় বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) নিয়মিতভাবে সীমান্ত এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করছে। ইতোমধ্যে লক্ষ লক্ষ ঘনফুট পাথর জব্দের পাশাপাশি পাথর উত্তোলনের সাথে সংশ্লিষ্ট সরঞ্জামাদি বিশেষ করে বোমা-মেশিন, পাথর ভাঙার মেশিন‌, শত শত বারকি নৌকা ও ট্রাক এবং পাথর উত্তোলন ও চোরাচালানের সাথে জড়িত উল্লেখযো গ্য সংখ্যক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিজিবি দৃঢ়ভাবে জানাচ্ছে যে, সীমান্তে দায়িত্ব পালনকালে...

বিজিবি এর অভিযানে স্বর্ণ উদ্ধার

বর্ডার গার্ড বাংলাদেশের যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আভিযানিকদল কোতোয়ালী থানাধীন কোদালিয়া বাজার ও তারাগঞ্জ বাজার এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করে ৫.৩৩৪ কেজি ওজনের ৩৬টি স্বর্ণের বারসহ ০৩ জনকে আটক করতে সক্ষম হয়েছে।

বিজিবি এর অভিযানে অস্র এবং গুলি উদ্ধার

বর্ডার গার্ড বাংলাদেশের উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ খরেরদ্বীপ এলাকায় নদীপথে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ০২টি G-3 রাইফেল, ০১টি MA-1 রাইফেল, ০১টি LM-16 রাইফেল, ০৮টি ম্যাগাজিন এবং ৫০৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।