২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ঘটে যাওয়া মর্মস্পর্শী ঘটনায় প্রাণ হারান কিশোরী ফেলানী খাতুন। সেই পরিবারের ছোট ছেলে মো. আরফান হোসেন সম্প্রতি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সিপাহী পদে যোগদানের সুযোগ পেয়েছেন। আগামীকাল ১৯ সেপ্টেম্বর ২০২৫ থেকে তিনি বিজিবি’র প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দেবেন।
বিজিবি জানায়, ফেলানীর পরিবারের দীর্ঘদিনের বেদনার মধ্যে এ নিয়োগ এক নতুন আশার আলো বয়ে এনেছে। ফেলানীর পরিবারও জানায়, হত্যাকাণ্ডের পর দেশবাসীর ভালোবাসা ও প্রতিবাদ তাদের মানসিক শক্তি জুগিয়েছে এবং বিজিবি সবসময় তাদের পাশে থেকেছে।
নিয়োগপত্র হস্তান্তরের সময় লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “ফেলানীর পরিবারের প্রতি বিজিবির সহমর্মিতা সবসময় অব্যাহত থাকবে। আরফান প্রশিক্ষণ শেষে একজন দক্ষ ও যোগ্য সদস্য হিসেবে দেশের সেবায় আত্মনিয়োগ করবেন বলে আমরা আশাবাদী।”
তিনি আরও উল্লেখ করেন, সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবি সর্বদা সতর্ক ও সচেষ্ট। ফেলানীর পরিবারের এ প্রাপ্তি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে বিজিবির প্রতিশ্রুতির প্রতীক।
সূত্র : https://www.facebook.com/share/p/1B3iBVvWSb/
Comments
Post a Comment