বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একজন দক্ষ ও সাহসী সদস্য নায়েক মোঃ আক্তার হোসেন আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রামু ব্যাটালিয়নের (৬২১১৬) সদস্য নায়েক মোঃ আক্তার হোসেন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীনস্থ রেজুআমতলী বিওপিতে অস্থায়ী সংযুক্ত দায়িত্বে কর্মরত ছিলেন। গত ১২ অক্টোবর ২০২৫ তারিখে আনুমানিক সকাল ১০:৫০ ঘটিকায় রেজুআমতলী বিওপির প্রস্তাবিত টিওবি পেয়ারাবুনিয়া এলাকায় টহলরত অবস্থায় মাইন বিস্ফোরণে গুরুতর আহত হন। বিস্ফোরণে তার দুই পায়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হলে তাৎক্ষণিকভাবে তাকে সিএমএইচ, রামু সেনানিবাসে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৩ অক্টোবর ২০২৫ তারিখে তাকে সিএমএইচ, ঢাকা-তে স্থানান্তর করা হয়। দীর্ঘ ১৯ দিন চিকিৎসাধীন থাকার পর আজ ৩১ অক্টোবর ২০২৫, সকাল ১১:১০ ঘটিকায় নায়েক মোঃ আক্তার হোসেন হার্ট অ্যাটাক করেন। কর্তব্যরত চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল সাদাত বিন সিরাজের (ইন্টেনসিভিস্ট বিশেষজ্ঞ) তত্ত্বাবধানে টানা ৪৫ মিনিট CPR প্রদানের পরও তার হৃদস্পন্দন ফেরেনি। পরবর্তীতে ১২:১৫ ঘটিকায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাতির সীমান...
বাংলাদেশে পুলিশি সেবার ডিজিটাল রূপান্তরের ধারাবাহিকতায় রেলওয়ে পুলিশের ৬টি জেলার ২৪টি থানায় আগামীকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকে অনলাইন জিডি (জেনারেল ডায়েরি) সেবা চালু হচ্ছে। এর মাধ্যমে দেশের সকল থানায় অনলাইন জিডি সেবার আওতায় আসছে জনসাধারণ।
পুলিশ সদর দপ্তরের প্রধান উপদেষ্টার নির্দেশনায়, থানায় না গিয়ে ঘরে বসেই সাধারণ ডায়েরি করার সুযোগ নিশ্চিত করতে ‘অনলাইন জিডি’ অ্যাপ চালু করেছে বাংলাদেশ পুলিশ। গুগল প্লে স্টোর থেকে ‘Online GD’ অ্যাপটি ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করলেই ব্যবহারকারীরা সহজেই এই সেবা গ্রহণ করতে পারবেন।
রেজিস্ট্রেশন বা অনলাইন জিডি করতে কোনো সমস্যা হলে ২৪ ঘণ্টা চালু থাকা হটলাইন নম্বর ০১৩২০০০১৪২৮-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ পুলিশ জানিয়েছে, জনগণের দোরগোড়ায় দ্রুততম সময়ে এবং সহজে পুলিশি সেবা পৌঁছে দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

Comments
Post a Comment