দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে অসাধু চক্র সীমান্ত দিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র প্রবেশ করানোর অপচেষ্টা চালাচ্ছে বলে তথ্য পাওয়া গেছে। বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত তিন মাসে পরিচালিত অভিযানে ১৬টি দেশি-বিদেশি পিস্তল, ২টি রিভলভার, ২টি এসএমজি, ৫টি রাইফেল, ১৬টি দেশীয় বন্দুক, ৩টি শর্টগান, ৩টি মর্টার শেল, ৮টি হ্যান্ড গ্রেনেড, ২৭টি অন্যান্য অস্ত্র, ২১টি ম্যাগাজিন এবং ১,০০৩ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ ঠেকাতে বিজিবি মাঠ পর্যায়ে গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করেছে। পাশাপাশি, এ ধরনের অপরাধ দমনে জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি। অবৈধ অস্ত্র সংক্রান্ত কোনো তথ্য থাকলে তা টোল-ফ্রি নম্বর ০১৭৬৯৬০০৫৫৫ এ জানাতে অনুরোধ করা হয়েছে।
Comments
Post a Comment