ঢাকা, ০৬ অক্টোবর ২০২৫ (সোমবার): আজ ভোর আনুমানিক ৫টায় পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়া এলাকার গভীর জঙ্গলে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি অভিযানিক দল ইউপিডিএফ এর একটি গোপন আস্তানা ঘেরাও করে তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফ এর শীর্ষস্থানীয় গ্রুপ কমান্ডার সুমেন চাকমা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে সেনাবাহিনী ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের ব্যবহৃত একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ১৫টি ব্যানার, দুটি ওয়াকিটকি চার্জার, দুটি মোবাইল ফোন, ধারালো অস্ত্র এবং বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে। অভিযান চলাকালে ইউপিডিএফ স্থানীয় নারী-পুরুষ ও শিক্ষার্থীদের জোরপূর্বক সেনা-বিরোধী স্লোগান দিতে বাধ্য করে বলে জানা যায়। সাম্প্রতিক ঘটনাবলির বিশ্লেষণে স্পষ্ট যে, ইউপিডিএফ এবং তাদের অঙ্গসংগঠনসমূহ পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে পরিকল্পিতভাবে স্থানীয় নারী ও কোমলমতি স্কুলগামী শিশুদের নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে বাধ্য করছে। উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এ...
২২ সেপ্টেম্বর রাতের অভিযান কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেবেঙ্গা পাড়ায় পরিচালিত হয়। নৌবাহিনী বিশেষ অভিযানে আনসারুল করিম ও নুর আলম নামে দুই চিহ্নিত সন্ত্রাসীকে আটক করে। তাদের কাছ থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, দু-নলা বন্দুক, কার্তুজ, বুলেট সিসা ও প্রচুর দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। আটক ও জব্দকৃত সামগ্রী আইনানুগ ব্যবস্থার জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
Comments
Post a Comment