গাজীপুরে মাদ্রাসাছাত্রী সংক্রান্ত ঘটনায় গুজব ছড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম, প্রকৃত তথ্য জানালো পুলিশ
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্যসহ একটি ফটোকার্ড প্রচারিত হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ পুলিশ জানিয়েছে, ঘটনাটির সঙ্গে কোনো সাম্প্রদায়িক সংশ্লেষ নেই।
পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর থানার আমিনুল ইসলামের ১৩ বছর বয়সী মেয়ের সঙ্গে একই এলাকার জয় কুমার দাস নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটি অতীতে দুইবার ওই যুবকের সঙ্গে স্বেচ্ছায় পালিয়ে গিয়ে পরবর্তীতে বাড়ি ফিরে আসে।
চলতি বছরের ২০ আগস্ট মেয়েটি পুনরায় জয় কুমার দাসের সঙ্গে পালিয়ে যায় এবং দুই দিন পর নিজ বাড়িতে ফিরে আসে। পরে গত ১৫ অক্টোবর মেয়েটির মা মোছা: শিউলি বেগম তিনজনকে আসামি করে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ ইতিমধ্যে মামলার মূল আসামি জয় কুমার দাস ও তার সহযোগী লোকনাথ চন্দ্র দাসকে গ্রেফতার করেছে। মামলাটির তদন্ত বর্তমানে চলমান রয়েছে।
বাংলাদেশ পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি বিকৃতভাবে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। এ ঘটনায় ধর্মীয় বা সাম্প্রদায়িক কোনো দিক জড়িত নয় বলেও পুলিশ নিশ্চিত করেছে।
Comments
Post a Comment