টেকনাফের পাহাড়ে বিজিবির অভিযান: মানব পাচারচক্রের আস্তানা ধ্বংস, অস্ত্রসহ ১ জন আটক ও ৬ ভুক্তভোগী উদ্ধার
টেকনাফের রাজারছড়া করাচিপাড়া এলাকার গহীন পাহাড়ে মানব পাচারকারীচক্রের গোপন আস্তানায় অভিযান চালিয়ে ছয় ভুক্তভোগীকে উদ্ধার ও চক্রের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ইতোপূর্বে আটক মানব পাচারকারীদের দেওয়া তথ্য এবং নির্ভরযোগ্য সূত্রের সহায়তায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এই অভিযান পরিচালনা করে। ২১ অক্টোবর ২০২৫ গভীর রাতে লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের নেতৃত্বে শুরু হওয়া রুদ্ধশ্বাস অভিযানে পাচারকারীরা পালানোর চেষ্টা করলে বিজিবি পুরো এলাকা ঘিরে ফেলে। প্রায় ছয় ঘণ্টা স্থায়ী অভিযানে পাচারচক্রের সদস্য মো. রুবেল (২১) কে আটক করা হয় এবং তার জিম্মিতে থাকা ছয় জনকে নিরাপদে উদ্ধার করা হয়।
অভিযান শেষে পাচারকারীদের আস্তানা থেকে ৩টি ওয়ান-শুটার গান, ১টি একনলা বন্দুক, ৬ রাউন্ড তাজা গুলি এবং ২টি দেশীয় চাকু উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ভুক্তভোগীরা জানান, বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে তাদের মাথাপিছু ৪০ হাজার টাকায় পাচারকারীদের কাছে বিক্রি করা হয় এবং গত এক সপ্তাহ ধরে পাহাড়ে আটকে রেখে নির্যাতন চালানো হচ্ছিল।
আটক রুবেল স্বীকার করেছে, এই চক্রে তার বাবা-মা ও দুই ভাইসহ আরও কয়েকজন জড়িত রয়েছে, যারা বর্তমানে পলাতক। বিজিবি জানায়, তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, “মানবতা ও দেশের নিরাপত্তার স্বার্থে কোনো পাচারকারীকে ছাড় দেওয়া হবে না। সীমান্ত এলাকা থেকে সব ধরনের অপরাধমূলক কার্যক্রম নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে।”
Comments
Post a Comment