ঢাকা, ৬ অক্টোবর ২০২৫ (সোমবার): রাজধানীর মিরপুর ও সাভার এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত পৃথক যৌথ অভিযানে কিশোর গ্যাং লিডার ও মাদক ব্যবসায়ীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, গত ৫ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মিরপুর বেড়িবাঁধ এলাকায় একটি যৌথ চেকপোস্টে সেনাসদস্যরা শীর্ষ কিশোর গ্যাং “ভইরা দে” গ্রুপের নেতা আশিকুর রহমান শান্ত ওরফে আশিক (১৮) এবং তার সহযোগী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী ফয়সাল (২৩)-কে আটক করেন।
তাদের কাছ থেকে ২,০০০ পিস ইয়াবা, নগদ ৫২,৪৯৬ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেফতারকৃত আশিকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী বিরুলিয়া, সাভার ও মিরপুর-১১ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক ব্যবসায়ী সুমন মোল্লা (৪৫) ও আসাদ মোল্লা (৩৬)-কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৬৫ কেজি গাঁজা, ৬২০ পিস ইয়াবা এবং নগদ ৩২,২৯৫ টাকা উদ্ধার করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও অপরাধ দমন এবং যুবসমাজকে সঠিক পথে ফিরিয়ে আনার লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Comments
Post a Comment