Skip to main content

Posts

মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্য নায়েক আক্তার হোসেনের মৃত্যু

 বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একজন দক্ষ ও সাহসী সদস্য নায়েক মোঃ আক্তার হোসেন আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রামু ব্যাটালিয়নের (৬২১১৬) সদস্য নায়েক মোঃ আক্তার হোসেন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীনস্থ রেজুআমতলী বিওপিতে অস্থায়ী সংযুক্ত দায়িত্বে কর্মরত ছিলেন। গত ১২ অক্টোবর ২০২৫ তারিখে আনুমানিক সকাল ১০:৫০ ঘটিকায় রেজুআমতলী বিওপির প্রস্তাবিত টিওবি পেয়ারাবুনিয়া এলাকায় টহলরত অবস্থায় মাইন বিস্ফোরণে গুরুতর আহত হন। বিস্ফোরণে তার দুই পায়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হলে তাৎক্ষণিকভাবে তাকে সিএমএইচ, রামু সেনানিবাসে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৩ অক্টোবর ২০২৫ তারিখে তাকে সিএমএইচ, ঢাকা-তে স্থানান্তর করা হয়। দীর্ঘ ১৯ দিন চিকিৎসাধীন থাকার পর আজ ৩১ অক্টোবর ২০২৫, সকাল ১১:১০ ঘটিকায় নায়েক মোঃ আক্তার হোসেন হার্ট অ্যাটাক করেন। কর্তব্যরত চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল সাদাত বিন সিরাজের (ইন্টেনসিভিস্ট বিশেষজ্ঞ) তত্ত্বাবধানে টানা ৪৫ মিনিট CPR প্রদানের পরও তার হৃদস্পন্দন ফেরেনি। পরবর্তীতে ১২:১৫ ঘটিকায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাতির সীমান...
Recent posts

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪তম শাহাদাতবার্ষিকী আজ: স্মরণে এক অমলিন দেশপ্রেমের গাথা

 তারিখ: ২৮ অক্টোবর, ২০২৫ আজ ২৮ অক্টোবর, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমানের ৫৪তম শাহাদাতবার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে সিলেটের ধলই সীমান্তে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে এক বীরোচিত যুদ্ধে নিজের জীবন বিলিয়ে দিয়ে তিনি যে ইতিহাস রচনা করেছিলেন, জাতি আজ গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় সেই অমর শহীদকে স্মরণ করছে। যেভাবে যুদ্ধে গেলেন এক কিশোর : মহেশপুরের খোর্দ খালিশপুর গ্রামের দরিদ্র কৃষক পরিবারে ১৯৫৩ সালের ২ ফেব্রুয়ারি জন্ম নেন হামিদুর রহমান। সাত ভাইবোনের সংসারে বড় হওয়ায় দায়িত্ব নেওয়া ছিল তাঁর নিত্যদিনের সঙ্গী। আর্থিক অনটনের মধ্যেই পিতার ইচ্ছায় মুজাহিদ বাহিনীতে যোগ দেন। তবে যশোরের চৌগাছায় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এক মহড়া দেখে তাঁর মনে জন্ম নেয় সেনাবাহিনীর প্রতি আকর্ষণ। ১৯৭১ সালের জানুয়ারিতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের রিক্রুটিং টিম তাঁকে বেছে নেয়। প্রশিক্ষণকালেই যেভাবে শুরু হয় যুদ্ধ: ২ ফেব্রুয়ারি চট্টগ্রামের ইবিআরসিতে প্রশিক্ষণ শুরু করলেও ২৫ মার্চের নির্মম হত্যাযজ্ঞের মধ্য দিয়ে তাঁর জীবনে আসে আমূল পরিবর্তন। পাকিস্তানি সৈন্যদের গোলাগুলি থেকে অল্পের জন্য বেঁচে যাওয়া হ...

খাগড়াছড়ির বর্মাছড়িতে ইউপিডিএফ (মূল) এর নাশকতার পরিকল্পনা বানচাল: সেনা অভিযানে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা ব্যর্থ

 খাগড়াছড়ি, ২৭ অক্টোবর ২০২৫ (সোমবার): খাগড়াছড়ির বর্মাছড়ি এলাকায় ইউপিডিএফ (প্রসিত বিকাশ খীসা/মূল) এর নাশকতামূলক ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনা বানচাল করেছে সেনাবাহিনী। ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রামসু বাজার এলাকায় ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের গুলিতে তিন পাহাড়ি যুবক নিহত হওয়ার পর সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় অভিযান শুরু করে। এ অভিযানের অংশ হিসেবে বর্মাছড়িতে অস্থায়ী পেট্রোল বেস স্থাপন করা হয়, যা বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চলের জমিতে অবস্থিত বলে সেনাবাহিনী জানিয়েছে। অভিযানের কারণে ইউপিডিএফ সদস্যরা এলাকা ত্যাগ করে ফটিকছড়ির দুর্গম এলাকায় আশ্রয় নেয়। এরপর সংগঠনটি ধর্মীয় অনুভূতিকে উসকে দিয়ে নারী ও শিশুদের ব্যবহার করে আন্দোলনের চেষ্টা চালায় এবং বর্মাছড়ি অস্থায়ী পেট্রোল বেসকে আর্য কল্যাণ বিহারের অংশ দাবি করে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াতে শুরু করে। সেনাবাহিনীর দাবি অনুযায়ী, ইউপিডিএফের শীর্ষ নেতা প্রসিত বিকাশ খীসা ও অর্কিড চাকমার নির্দেশে ২৭–৩০ অক্টোবরের মধ্যে বৃহৎ ধর্মীয় অনুষ্ঠানের নামে সহিংসতার পরিকল্প না নেয়া হয়। গোয়েন্দা তথ্য অনুযায়ী, এ আয়োজনের পেছনে বিদেশি প্রভাব ও আ...

বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সেনাবাহিনীর অভিযান, ৮ বিদেশি পিস্তল ও বিস্ফোরক জব্দ

 ঢাকা, ২৬ অক্টোবর ২০২৫: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে একটি সমন্বিত অভিযানে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। রেলওয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সহযোগিতায় পরিচালিত এ অভিযানে আটটি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড গুলি, ২.৩৯ কেজি গান পাউডার এবং ২.২৩ কেজি প্লাস্টিক বিস্ফোরক জব্দ করা হয়। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লক্ষ্য করে এ অভিযান চালানো হয়। অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িত থাকার সন্দেহে চার ব্যক্তিকে আটক করা হয়। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী জানায়, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় তারা দৃঢ়প্রতিজ্ঞ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের সমন্বিত অভিযান অব্যাহত থাকবে বলে অভিযানকারী দলটি জানিয়েছে।

প্রকাশিত সংবাদে বিভ্রান্তি: দুদকের অনুসন্ধান প্রসঙ্গে বিজিবির স্পষ্ট ব্যাখ্যা

 ঢাকা, ২৬ অক্টোবর ২০২৫: Dhakatruth.com নামের একটি অনলাইন পোর্টালে “বিজিবি ডিজিসহ নয় সেনা কর্মকর্তার বিষয়ে গোপন অনুসন্ধান করছে দুদকের গোয়েন্দা ইউনিট” শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মনগড়া, বানোয়াট ও ভিত্তিহীন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, উক্ত প্রতিবেদনে প্রকাশিত তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর সঙ্গে প্রাথমিকভাবে যোগাযোগ করা হয়েছে। যোগাযোগের পর বিজিবি নিশ্চিত হয়েছে যে, বিজিবির বর্তমান মহাপরিচালক সম্পর্কিত কোনো ধরনের তদন্ত দুদক পরিচালনা করছে না। বিজিবি আরও জানায়, সংবাদটিতে উত্থাপিত অভিযোগসমূহ কোনো অসন্তুষ্ট ব্যক্তি কর্তৃক অন্যায় আবেদন প্রত্যাখ্যা ত হওয়ার পর উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হয়েছে। বর্তমান মহাপরিচালক ব্যক্তিগত জীবনে অত্যন্ত সৎ, নীতিবান এবং কোনো অন্যায়কে প্রশ্রয় দেন না। তাই তাকে জড়িয়ে এমন বিভ্রান্তিকর তথ্য প্রচার করা নিঃসন্দেহে একটি পরিকল্পিত অপচেষ্টা বলে প্রতীয়মান। বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ জনমনে ভুল ধারণা সৃষ্টি করে এবং দেশের একটি স্বনামধন্য শৃঙ্খলাব...

টেকনাফের পাহাড়ে বিজিবির অভিযান: মানব পাচারচক্রের আস্তানা ধ্বংস, অস্ত্রসহ ১ জন আটক ও ৬ ভুক্তভোগী উদ্ধার

 টেকনাফের রাজারছড়া করাচিপাড়া এলাকার গহীন পাহাড়ে মানব পাচারকারীচক্রের গোপন আস্তানায় অভিযান চালিয়ে ছয় ভুক্তভোগীকে উদ্ধার ও চক্রের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ইতোপূর্বে আটক মানব পাচারকারীদের দেওয়া তথ্য এবং নির্ভরযোগ্য সূত্রের সহায়তায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এই অভিযান পরিচালনা করে। ২১ অক্টোবর ২০২৫ গভীর রাতে লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের নেতৃত্বে শুরু হওয়া রুদ্ধশ্বাস অভিযানে পাচারকারীরা পালানোর চেষ্টা করলে বিজিবি পুরো এলাকা ঘিরে ফেলে। প্রায় ছয় ঘণ্টা স্থায়ী অভিযানে পাচারচক্রের সদস্য মো. রুবেল (২১) কে আটক করা হয় এবং তার জিম্মিতে থাকা ছয় জনকে নিরাপদে উদ্ধার করা হয়। অভিযান শেষে পাচারকারীদের আস্তানা থেকে ৩টি ওয়ান-শুটার গান, ১টি একনলা বন্দুক, ৬ রাউন্ড তাজা গুলি এবং ২টি দেশীয় চাকু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভুক্তভোগীরা জানান, বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে তাদের মাথাপিছু ৪০ হাজার টাকায় পাচারকারীদের কাছে বিক্রি করা হয় এবং গত এক সপ্তাহ ধরে পাহাড়ে আটকে রেখে নির্যাতন চালানো হচ্ছিল। আটক রুবেল স্বীকার করেছে, এই চক্রে তার বাবা-মা ও দুই ভাইসহ আরও কয়েকজন জড়িত রয়েছে, যারা ...

বিজিবি-সেনাবাহিনীর যৌথ অভিযান: বান্দরবানের থানচি থেকে গ্রেনেড, পিস্তল ও গোলাবারুদসহ শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ওয়েবার ত্রিপুরা আটক

 পার্বত্য বান্দরবানের থানচি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্সের বিশেষ অভিযানে গ্রেনেড, পিস্তল ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ওয়েবার ত্রিপুরা (৩৩) ও তার সহযোগী রুইহং ম্রো (৬০)-কে আটক করা হয়েছে। ১৭ অক্টোবর ২০২৫ তারিখে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন চেকপোস্টে অভিযান চালিয়ে ওয়েবার ত্রিপুরাকে প্রথমে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বলিপাড়া জোনের উপ-অধিনায়কের নেতৃত্বে যৌথ বাহিনী তার সহযোগী রুইহং ম্রোকে গ্রেফতার করে। অভিযানে উদ্ধার করা হয় একটি দেশীয় পিস্তল, একটি গ্রেনেড, একটি ম্যাগাজিন, দুটি গাদা বন্দুক, ৩০ রাউন্ড গুলি, একটি মর্টারের গোলার বক্স, দুটি মোবাইল ফোন এবং একটি কৃষি ব্যাংকের চেক বই। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত অস্ত্র ও আলামতসহ থানচি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বলিপাড়া জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বলেন, “পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্...

গাজীপুরে মাদ্রাসাছাত্রী সংক্রান্ত ঘটনায় গুজব ছড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম, প্রকৃত তথ্য জানালো পুলিশ

 গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্যসহ একটি ফটোকার্ড প্রচারিত হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ পুলিশ জানিয়েছে, ঘটনাটির সঙ্গে কোনো সাম্প্রদায়িক সংশ্লেষ নেই। পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর থানার আমিনুল ইসলামের ১৩ বছর বয়সী মেয়ের সঙ্গে একই এলাকার জয় কুমার দাস নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটি অতীতে দুইবার ওই যুবকের সঙ্গে স্বেচ্ছায় পালিয়ে গিয়ে পরবর্তীতে বাড়ি ফিরে আসে। চলতি বছরের ২০ আগস্ট মেয়েটি পুনরায় জয় কুমার দাসের সঙ্গে পালিয়ে যায় এবং দুই দিন পর নিজ বাড়িতে ফিরে আসে। পরে গত ১৫ অক্টোবর মেয়েটির মা মোছা: শিউলি বেগম তিনজনকে আসামি করে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ইতিমধ্যে মামলার মূল আসামি জয় কুমার দাস ও তার সহযোগী লোকনাথ চন্দ্র দাসকে গ্রেফতার করেছে। মামলাটির তদন্ত বর্তমানে চলমান রয়েছে। বাংলাদেশ পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি বিকৃতভাবে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। এ ঘটনায় ধর্মীয় বা সাম্প্রদায়িক কোনো দিক জড়িত নয় বলেও পুলিশ নিশ্চিত কর...

সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্য আহত

 কক্সবাজার, ১২ অক্টোবর ২০২৫ (রবিবার): আজ সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীনস্থ রেজুআমতলী বিওপির প্রস্তাবিত টিওবি এলাকার পেয়ারা বুনিয়া সীমান্তে টহলরত অবস্থায় মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) হতে অস্থায়ীভাবে সংযুক্ত কর্তব্যে নিয়োজিত নায়েক মোঃ আক্তার হোসেন (নম্বর-৬২১১৬) গুরুতর আহত হন। বিজিবি সূত্রে জানা যায়, টহল চলাকালীন সময়ে হঠাৎ মাইন বিস্ফোরণে তাঁর উভয় পায়ে আঘাত লাগে। আহত অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। বিজিবি কর্তৃপক্ষ আহত সদস্যের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য, সীমান্ত এলাকায় নিরাপত্তা ও টহল কার্যক্রমের অংশ হিসেবে বিজিবি সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।

রাজধানীর মিরপুর ও সাভারে সেনাবাহিনীর যৌথ অভিযান: কিশোর গ্যাং লিডার ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৪

 ঢাকা, ৬ অক্টোবর ২০২৫ (সোমবার): রাজধানীর মিরপুর ও সাভার এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত পৃথক যৌথ অভিযানে কিশোর গ্যাং লিডার ও মাদক ব্যবসায়ীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, গত ৫ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মিরপুর বেড়িবাঁধ এলাকায় একটি যৌথ চেকপোস্টে সেনাসদস্যরা শীর্ষ কিশোর গ্যাং “ভইরা দে” গ্রুপের নেতা আশিকুর রহমান শান্ত ওরফে আশিক (১৮) এবং তার সহযোগী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী ফয়সাল (২৩)-কে আটক করেন। তাদের কাছ থেকে ২,০০০ পিস ইয়াবা, নগদ ৫২,৪৯৬ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেফতারকৃত আশিকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী বিরুলিয়া, সাভার ও মিরপুর-১১ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক ব্যবসায়ী সুমন মোল্লা (৪৫) ও আসাদ মোল্লা (৩৬)-কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৬৫ কেজি গাঁজা, ৬২০ পিস ইয়াবা এবং নগদ ৩২,২৯৫ টাকা উদ্ধার করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও অপরাধ দমন এবং যুবসমাজকে সঠিক পথে...

খাগড়াছড়ির পানছড়িতে সেনা অভিযান: ইউপিডিএফ এর গোপন আস্তানার সন্ধান, অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার

 ঢাকা, ০৬ অক্টোবর ২০২৫ (সোমবার): আজ ভোর আনুমানিক ৫টায় পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়া এলাকার গভীর জঙ্গলে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি অভিযানিক দল ইউপিডিএফ এর একটি গোপন আস্তানা ঘেরাও করে তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফ এর শীর্ষস্থানীয় গ্রুপ কমান্ডার সুমেন চাকমা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে সেনাবাহিনী ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের ব্যবহৃত একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ১৫টি ব্যানার, দুটি ওয়াকিটকি চার্জার, দুটি মোবাইল ফোন, ধারালো অস্ত্র এবং বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে। অভিযান চলাকালে ইউপিডিএফ স্থানীয় নারী-পুরুষ ও শিক্ষার্থীদের জোরপূর্বক সেনা-বিরোধী স্লোগান দিতে বাধ্য করে বলে জানা যায়। সাম্প্রতিক ঘটনাবলির বিশ্লেষণে স্পষ্ট যে, ইউপিডিএফ এবং তাদের অঙ্গসংগঠনসমূহ পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে পরিকল্পিতভাবে স্থানীয় নারী ও কোমলমতি স্কুলগামী শিশুদের নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে বাধ্য করছে। উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এ...

রামু ৩০ বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক

 কক্সবাজার, ৪ অক্টোবর ২০২৫ (শনিবার): রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টের একটি টহলদল সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ একজনকে আটক করেছে। বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকালে টহলদল পালংখালী থেকে কক্সবাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে তল্লাশির জন্য থামায়। পরবর্তীতে সিএনজির চালকের ছিটের নীচে বিশেষভাবে লুকানো অবস্থায় ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই সিএনজির চালককে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। বিজিবির কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে রামু ব্যাটালিয়নের টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শারদীয় দুর্গাপূজা: ২৮৫৭ পূজামণ্ডপে নিরাপত্তায় বিজিবির ৪৩০ প্লাটুন মোতায়েন

 সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিজিবি সদর দফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানী ঢাকাসহ দেশের ২ হাজার ৮৫৭টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয়েছে বিজিবির ৪৩০ প্লাটুন সদস্য। বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থাপন করা হয়েছে ২৪টি বেইজ ক্যাম্প। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং সীমান্ত এলাকায় চলছে বিশেষ টহল কার্যক্রম। তথ্য অনুযায়ী, বিজিবির নিরাপত্তাধীন পূজামণ্ডপগুলোর মধ্যে সীমান্তবর্তী ও পার্বত্য এলাকায় রয়েছে ১ হাজার ৪১১টি, আর সীমান্তের বাইরে রয়েছে ১ হাজার ৪৪৬টি। এর মধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ৪৪১টি, চট্টগ্রাম মহানগরী ও আশপাশে ৬৯৪টি এবং দেশের অন্যান্য স্থানে ৩১১টি পূজামণ্ডপ রয়েছে। বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গাপূজা চলাকালীন যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃ...

মাগুরায় সার্বজনীন হাজরা তলা শিবমন্দিরে ভাঙচুর, তদন্তে পুলিশ

 মাগুরা, ২৬ সেপ্টেম্বর:   গত রাতে মাগুরা জেলার হাজরা তলা এলাকায় অবস্থিত সার্বজনীন শিবমন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি মন্দিরে স্থাপিত টাইলসে আঁকা শিবের চিত্রকর্মটি ভেঙে ফেলে বলে জানা গেছে।   স্থানীয় সূত্রে জানা যায়, মন্দিরটি সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় একটি খোলা জায়গায় অবস্থিত, যেখানে এক কিলোমিটারের মধ্যে কোনো জনবসতি নেই। বিলের মধ্য দিয়ে যাওয়া একটি পাকা রাস্তার পাশে স্থাপিত এই মন্দিরে নেই কোনো বিদ্যুৎ সংযোগ কিংবা সিসিটিভি ক্যামেরা।   একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ঘটনার সময় তিনি একজনকে ঘটনাস্থল থেকে দৌড়ে যেতে দেখেছেন।   পুলিশ ইতোমধ্যে প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং দায়ীদের শনাক্ত করতে সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।   স্থানীয়দের মধ্যে এই ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আশ্বাস দেওয়া হয়েছে।

যৌথ বাহিনীর অভিযান: ১৮–২৫ সেপ্টেম্বর, সারাদেশে আটক ৪৪ জন

 ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার):   দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে। ১৮ থেকে ২৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটসমূহ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যৌথ অভিযান পরিচালনা করে। এই অভিযানে শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, অনলাইন জুয়ারীসহ মোট ৪৪ জন অপরাধীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। অভিযানে উদ্ধার করা হয়: - ৭টি অবৈধ আগ্নেয়াস্ত্র   - ১টি ককটেল   - ১৩২ রাউন্ড গোলাবারুদ   - দেশি-বিদেশি ধারালো অস্ত্র   - বিভিন্ন ধরনের মাদকদ্রব্য   - ককটেল তৈরির রাসায়নিক   - মোটরসাইকেল, পুলিশের পোশাক, মোবাইলফোন   - চোরাই মালামাল ও নগদ অর্থ গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করছে। দেশের শান্তি ও নিরাপত্তা ...

রেলওয়ে পুলিশের সকল থানায় অনলাইন জিডি চালু হচ্ছে বৃহস্পতিবার থেকে

 বাংলাদেশে পুলিশি সেবার ডিজিটাল রূপান্তরের ধারাবাহিকতায় রেলওয়ে পুলিশের ৬টি জেলার ২৪টি থানায় আগামীকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকে অনলাইন জিডি (জেনারেল ডায়েরি) সেবা চালু হচ্ছে। এর মাধ্যমে দেশের সকল থানায় অনলাইন জিডি সেবার আওতায় আসছে জনসাধারণ। পুলিশ সদর দপ্তরের প্রধান উপদেষ্টার নির্দেশনায়, থানায় না গিয়ে ঘরে বসেই সাধারণ ডায়েরি করার সুযোগ নিশ্চিত করতে ‘অনলাইন জিডি’ অ্যাপ চালু করেছে বাংলাদেশ পুলিশ। গুগল প্লে স্টোর থেকে ‘Online GD’ অ্যাপটি ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করলেই ব্যবহারকারীরা সহজেই এই সেবা গ্রহণ করতে পারবেন। রেজিস্ট্রেশন বা অনলাইন জিডি করতে কোনো সমস্যা হলে ২৪ ঘণ্টা চালু থাকা হটলাইন নম্বর ০১৩২০০০১৪২৮-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশ পুলিশ জানিয়েছে, জনগণের দোরগোড়ায় দ্রুততম সময়ে এবং সহজে পুলিশি সেবা পৌঁছে দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

চট্টগ্রামের ফটিকছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযান: অস্ত্র ও গোলাবারুদসহ চিহ্নিত অপরাধী আটক

 ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৫ (বুধবার): বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানিক দল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আব্দুল্লাহপুর এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় চিহ্নিত অপরাধী আব্দুল হালিম ইমন (৩৮) কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়। অভিযানে তার কাছ থেকে উদ্ধার করা হয়— ০১টি শটগান ০২ রাউন্ড .৩৩ অ্যামুনিশন ০২ রাউন্ড ৭.৬২ মি.মি. ব্ল্যাংক অ্যামুনিশন ০৬ রাউন্ড পিস্তলের অ্যামুনিশন ০৭ রাউন্ড শটগানের অ্যামুনিশন ১১ রাউন্ড শটগানের ফায়ারকৃত কার্তুজ ০১টি চাইনিজ কুড়াল ০২টি রাম দাসহ বিভিন্ন সরঞ্জামাদি। আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে স্থানীয় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

“মহেশখালীতে নৌবাহিনীর অভিযানে দুই চিহ্নিত সন্ত্রাসী আটক; অস্ত্র ও মাদক জব্দ”

 ২২ সেপ্টেম্বর রাতের অভিযান কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেবেঙ্গা পাড়ায় পরিচালিত হয়। নৌবাহিনী বিশেষ অভিযানে আনসারুল করিম ও নুর আলম নামে দুই চিহ্নিত সন্ত্রাসীকে আটক করে। তাদের কাছ থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, দু-নলা বন্দুক, কার্তুজ, বুলেট সিসা ও প্রচুর দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। আটক ও জব্দকৃত সামগ্রী আইনানুগ ব্যবস্থার জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সাথে তুরস্কের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

 ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৫ (মঙ্গলবার): বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি-এর সাথে তুরস্কের বিমান বাহিনী প্রতিনিধি মেজর জেনারেল কাদিরকান কোট্টাস সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বিমান বাহিনী সদর দপ্তরে। সাক্ষাৎকালে দুই পক্ষ পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। তাঁরা ভবিষ্যতে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার, দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক আরও মজবুত করা এবং কৌশলগত বন্ধন গভীর করার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত তুরস্ক দূতাবাসের মিলিটারি অ্যাটাশে কর্নেল হিলমি বারিস ইয়িলদিজ উপস্থিত ছিলেন।

টঙ্গীতে অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ারফাইটার শামীম আহমেদের মৃত্যু

 গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিসের সাহসী ফায়ারফাইটার শামীম আহমেদ (৪২) শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শামীম আহমেদ টঙ্গী ফায়ার স্টেশনে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনায়। ১৯৮৫ সালের ১৬ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করা এই বীর যোদ্ধা ২০০৪ সালের ১৬ আগস্ট ফায়ার সার্ভিসে যোগ দেন। প্রায় দুই দশকের কর্মজীবনে তিনি অসংখ্য অগ্নিনির্বাপণ অভিযানে অংশ নিয়ে জীবন বাজি রেখে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। এ ঘটনায় ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম (৩৫), ফায়ার ফাইটার নূরুল হুদা (৪০) ও জয় হাসান (২৪) এখনও চিকিৎসাধীন রয়েছেন।